বাবা মায়ের কন্যা সন্তান
একটি মাত্র আমি
মানুষ হয়ে বাঁচার হিসেব
জীবন বড় দামী।
ছেলে মেয়ে আলাদা নয়
এই কথাটা বুঝতে
সত্য জীবন চলার রাস্তা
শেখো আগে যুজতে।
প্রকৃতির এই রূপ মনোরম
নয় কিছু নয় অল্প
মা মাসি আর আমি মেয়ে
হাজার জীবন গল্প।
মেয়ে জন্ম এ ঘর ও ঘর
সৃষ্টি সুখের মূলে
ওই হেঁটে যায় ভালোবাসায়
যেয়ো না তা ভুলে।
ন্যায়ের পথে সঠিক কথা
সব মানুষের জন্য
মেয়ে আমি সব পারি সব
করতে পৃথ্বী ধন্য।