আকাশ নীলে মেঘের বাসা
বৃষ্টি বাসর সুখে
ইলশে গুঁড়ি টাপুর টুপুর
বাজছে প্রেমের বুকে।
মিশেল কালো ঘনঘটা
দিন খেয়ালের সুরে
গাছগুলো প্রাণ মাটির সরস
ঝাপসা একটু দূরে।
জোরে বাতাস বৃষ্টি ফোঁটা
জানলা ছুঁয়ে থাকে
ও মন তোমার বাড়ি ফেরা
দাঁড়ায় পথের বাঁকে।
বাগান ঘেরা পাতার দোলা
রিমঝিমঝিম ঝরে
তোমার জন্য ঘর উঠানে
মনটা কেমন করে।
বিরহ থাক ঝগড়া দূরে
দিগন্তে মেঘ খেলা
বৃষ্টির জলে ঝরো ঝরো
কাটছে সারা বেলা।
এসে গেছে আসছে আরো
মেঘ পিয়নের হাসি
আয় গো ঝেঁপে বলবো এবার
তোমায় ভালবাসি।