রোদের সাথে মেঘের দেখি
লুকোচুরি খেলা
শিয়াল মামার বিয়ের জন্য
যাচ্ছে বয়ে বেলা।
টোপর মাথায় বর দাঁড়িয়ে
বৃষ্টি এলো জোরে
শুভ দৃষ্টি মালা বদল
হবে কেমন করে।
বিয়ের আসর ঝিরিঝিরি
ইলশেগুঁড়ির ফোঁটা
বরযাত্রীরা চাইছে খেতে
ইলিশ গোটা গোটা।
রোদের সাথে টিপটিপিয়ে
মেঘের কাণ্ড দেখে
আরো কত শিয়াল কুকুর
এলো একে একে।
ব্যাঙের ঘ্যাঁঘর ডোবার ধারে
মেঘ ও রোদের আসা
আমার খুকি খুব খুশিতে
ছড়ায় ভালোবাসা।