আকাশ কালো মেঘ জমেছে
হঠাৎ বিকেলবেলা
মাঠের ধারে দাঁড়ায় খুকি
আর হবে না খেলা।
বইছে বাতাস উড়ছে ধূলো
হচ্ছে আলো ফিকে
কেমন যেন থমথমে ভাব
আঁধার চারিদিকে।
গাছগুলো সব যাচ্ছে বেঁকে
পড়ছে পাতা কত
সবুজ গ্রামে আসছে নেমে
দত্যি দানব যত।
বন্ধুরা সব ফিরছে যে যার
মাঠের খেলা ফেলে
দিগন্তে দূর মেঘগুলো সব
আসছে ডানা মেলে।
উঠছে আকাশ কেঁপে কেঁপে
বৃষ্টি বুঝি ঝরে
খুকির আমার মনটা খারাপ
আসছে ফিরে ঘরে।