ধান কাটা হয়ে গেলে
মাঠ পড়ে থাকে একা
ধান শিষ খড়কুটো
ইঁদুরের পাই দেখা।
ধূ ধূ মাঠে বাতাসেরা
কি যেন কি খুঁজে ফেরে
সরু আল পথ ধরে
চাষী চলে কাজ সেরে।
সাদা বক ডাহুকেরা
খুঁটে খায় কত কিছু
সাপ ব্যাঙ লাফালাফি
নেয় বেশ তার পিছু।
মাঠ শুধু দেখে চেয়ে
আবার ফসল চাষে
বারবার চষা মাটি
চাষী ভাই ভালোবাসে।