ক্ষমতার আস্ফালনে মরে জনগণ
রাষ্ট্রযন্ত্র রক্তক্ষয়ী কুক্ষিগত ধন,
চারিদিকে বিশৃঙ্খল পরিস্থিতি চাপে
চেয়ার দখল শুধু অবস্থান মাপে।

স্বস্তি খুঁজছে মানুষ শুধু ভালো থাকা
নিজের মনের মত স্বপ্ন ছবি আঁকা,
এ পৃথিবী বাসযোগ্য সকলের হোক
নিজে অধিকার মূল্য পায় যেন লোক।

কিন্তু শাসন শোষণ অব্যহত রাখে
মানুষের প্রতিবাদে ভয় লেগে থাকে,
প্রশাসন রক্তচক্ষু ক্ষমতার পারে
যেনতন প্রকারেণ, চায় না সে হারে।

রোজ রাজপথে ঝরে মানুষের ভয়
মানবতা দিনে দিনে হচ্ছে অবক্ষয়,
অস্থির বাঁচার চিত্রে সকরুন আর্তি
মানুষে মানুষে তাই আজ যেন প্রার্থী।

ফলে ফুলে সুন্দর এ পৃথিবীর পাশে
মানুষ দাঁড়াক এসে যেন প্রাণ আসে,
ছুঁয়ে থাক ভালোবাসা সব হৃদ মাঝে
হাতে হাত ধরা থাক সুন্দরের সাজে।