নিজের সংখ্যা নিজে কমাও
নিজে উঠে দাঁড়াও
সেই দাঁড়ানো মানুষ তুমি
সাহায্য হাত বাড়াও।

কমছে সবই বাড়ছে মানুষ
ভাঙছে সৃষ্টি বাঁচা
ইট পাথরে মারামারি
শুধুই বন্দি খাঁচা।

এগিয়ে যাও নিজের বলে
সংখ্যাতে ঠিক মাপা
স্বাধীন থাকা অধীনতায়
ভয়ে শুধু কাঁপা।

মাটির ভাগে গুনতি কত
হাওয়ায় কেনাকাটি
মানুষ তুমি এইটুকু সুখ
তাই তো ঝগড়াঝাটি।

নিজের সংখ্যা নিজে কমাও
মানুষ তুমি আশা
পৃথিবীতে তোমার কর্মে
তুমিই ভালোবাসা।