মানুষ তাকে হতেই হবে
এই করেছে পণ
তাই তো খোকা লেখাপড়ায়
দিয়েছে তার মন।

বইয়ের ভেতর আছে লেখা
জীবন কথা সব
তাই তো শিক্ষক মনে করান
স্কুলের কলরব।

যত বেশি পড়বে তত
বাড়বে অনেক জ্ঞান
মানুষ হওয়ার পাঠ সেখানে
গাইবে নিজের গান।

সব আচরণ ও শিষ্টাচার
শিখতে খোকা তাই
মায়ের কথায় বাবার কথায়
স্কুলে যাওয়া চাই।

সব খোকারা এমন করে
নেবে শপথ ঠিক
মানুষ ফুলে এই পৃথিবী
ভরবে চারিদিক।