পথ গিয়েছে গোপন দিকে
মানুষ মনের মায়া
হাজার নেশা লুকিয়ে দেয়
মানুষ নামের ছায়া।
কেমন যেন ছিনিমিনি
মন মোহনায় সারা
বিকৃত তার ভাবনা শিকল
ভোগে আত্মহারা।
খারাপ করা নীতির বাইরে
অন্যের ধ্বংস খেলা
নিজের খুশি কষ্ট মানুষ
জয়ধ্বনির মেলা।
ফুলের বনে খিদে আঁকে
মাছি বসায় সাথে
ভেলা ভাসায় নৌকা ডুবায়
যাত্রী তোলে তাতে।
মানুষ এমন নিকৃষ্ট সুখ
পোষে আদর আশা
নিজের দিকে আঙুল তুলে
চায় যে ভালোবাসা।