মন বড় যার মোহন বাঁশির সুরে
সমাজ জুড়ে যাচ্ছে ওরা, কোথায় দূরে?
বিত্ত মোহ ভেতর ভেতর ভাঙছে নিজে
স্বপ্ন হারায় ভাবছে বসে কী যে!
তবু আকাশ মেঘে ছেঁড়া আলোর রেখা
চিত্ত সুখে শান্তি খোঁজে বিত্ত একা।