মাহে রমজান শরীর সাধন
আত্ম শুদ্ধি করা
দেহ মনে কঠোর পালন
নতুন করে গড়া।
সিয়াম সুন্দর পবিত্রতায়
আরো আলোর মাঝে
মিলেমিশে প্রতিজ্ঞ হয়
বাঁচে সকাল সাঁঝে।
আত্ম সংযম একাগ্র মন
রোজা অনেক কিছু
শুদ্ধিকরণ আনন্দ সুখ
নেয় জীবনের পিছু।
চাঁদ জেগেছে স্নিগ্ধ মধুর
আকাশ আলোর আশা
মাহে রমজান ছড়িয়ে যায়
হৃদয় ভালোবাসা।