মাঘের শীতে বাঘ বেচারাও
ঠাণ্ডাতে আজ কাবু
কুয়াশা আর শিশির যেন
উঠছে হয়ে বাবু।
বইছে হিমেল কনকনে শীত
কাঁপছে সবুজ পাতা
কাঁথা কম্বল জ্যাকেট টুপি
টাকছে শরীর মাথা।
দিচ্ছে কামড় উত্তুরে খুব
ঢুকছে বেড়ার ফাঁকে
ঠক্ ঠক্ করে কাঁপছে দেহ
খুঁজতে গরমটাকে।
জাড় লেগেছে বাতাস জুড়ে
সর্দিতে নাক বন্ধ
কমছে আলো স্যাঁতস্যাঁতে সব
বদ্ধ ঘরের গন্ধ।
মাঘের শীত যে বাঘের মতো
খুব বুঝেছি রাতে
আনব ফাগুন মলয় বাতাস
থাকলে তুমি সাথে।