খেলনা নিয়ে খেলব কেন
সত্যি তো নয় মাগো
তোমার আমি পুতুল সোনা
কেন শুধু রাগো।

টেবিল নিচে খাটের পায়া
হাতে জিনিস নিলে
আমায় শুধু চুপ করাতে
খেলনা এনে দিলে।

কোথায় যেন বেরিয়ে যাও
খেলনা সামনে রেখে
দেখো আমি দেওয়াল জুড়ে
দিয়েছি রঙ এঁকে।

কুকুর বিড়াল পাখি পোকা
দেখি জানলা দিয়ে
গাছপালা ফুল সবুজ খেলনা
খেলব বাইরে গিয়ে।

মা ও বাবা তোমরা আমার
খেলনা পুতুল হলে
বড়ো হতে ঠিকই আমি
ফিরবো তোমার কোলে।