মা পাখি ওই ঠোঁটে করে
আনছে খাবার দানা
বাসায় আছে অপেক্ষাতে
পাখির তিনটে ছানা।
কিচিরমিচির করছে তারা
ঠোঁটখানি ফাঁক করে
মা পাখিও মুখে খাবার
দেখছে দু চোখ ভরে।
বইছে বাতাস পাতায় ঘেরা
বাসা খানির কাছে
মুখে মুখে করছে আদর
রোদ এসেছে গাছে।
এ ডাল ও ডাল বসছে এসে
যাচ্ছে আবার উড়ে
ছানারাও তো উড়তে শিখবে
খোলা আকাশ জুড়ে।
জানলা দিয়ে এসব দেখে
খুকি একা হাসে
মা পাখি তার মায়ের মতন
সমান ভালোবাসে।