লোডশেডিং-এর জ্বালাতে ভাই
মরছি আমরা জ্বলে
দেশ জুড়ে সব আঁধার সময়
কত কিছু চলে।
দিনে রাতে হঠাৎ গেল
আর এলো না মোটে
অন্ধকারে পথ চলা পথ
কখন কি যে জোটে?
এই শতাব্দী প্রযুক্তি যুগ
এগিয়ে যায় বিশ্ব
লোডশেডিং-এ থমকে দাঁড়ায়
আমরা যেন নিঃস্ব!
চলছে পাখা এসি লাইট
বাড়ছে বিদ্যুৎ যত
লোডশেডিং-এ হয় না কাজ
যে যার ইচ্ছে মত।
যাক কেটে যাক সভ্য আঁধার
আসুক ফিরে আলো
মানুষ বাঁচুক মনুষ্যত্বে
হোক সকলের ভালো।