ভীষণ গরম আর পারি না
প্রাণ করে আইঠাই
তার উপরে লোডশেডিং-এ
বলো কোথা যাই।
সন্ধ্যেবেলা ফিরব ঘরে
দেখি উনি নাই
আলো পাখা সবই বন্ধ
অন্ধকারের ঠাঁই।
দিনে রাতে যাচ্ছে আসছে
কোনো খেয়াল নাই
ওহে কারেণ্ট, একটানা হায়
কোথা গেলে পাই।
জানি তোমার বাড়বাড়ন্তে
সিস্টেম কত লোক
দাম বেড়েছে ঠিকঠাক তবে
পরিসেবা হোক।
ও লোডশেডিং, অনেক হল
এবার ক্ষেমা দাও
কারেন্ট এখন অপরিহার্য
তুমি বিদায় নাও।