জিনিসপত্রের দাম বেড়েছে
বাঁচা কঠিন দায়
দিন আনতে দিন পান্তা ফুরায়
যাদের অল্প আয়।

কি করে যে চলবে সংসার
ভাবছে বসে ঠায়
চাকরি বাকরি কিছুটি নাই
পয়সা কোথায় পায়?

ট্যাক্স চাপানো ফোঁড়ে আসে
ফাণ্ড বাড়িয়ে দেয়
সরকার যত ভূমিকা তার
পাবলিক থেকে নেয়।

দ্রব্যমূল্য বৃদ্ধি যে তাই
খুব নাজেহাল হয়
জনগণের ঋণ বেড়ে যায়
মরেও বেঁচে রয়।

খাদ্য বস্ত্র বাসস্থানের
সংস্থান যেন পাই
নিত্যদিনের প্রয়োজন সব
সঠিক মূল্যে চাই।