কাঁপায় যখন বুকের মাঝে
কথা রঙের ঝাঁপি
আকাশ পাতাল ভাবতে ভাবতে
হৃদয় ওঠে কাঁপি।
চলে যাওয়া পথের ধারে
দাঁড়াই এসে একা
ও দুঃখ তুই চলার পথে
আবার দিলি দেখা।
শান্তি শিশির ফুল বাগানে
মৌমাছিদের মেলা
রোজই আমি আসব ফিরে
কাটবে সারাবেলা।
পথ হাসিতে আগলে রাখা
জ্যোৎস্না ভরা তারা
পথিক আলো দূর আকাশে
আজও দিশেহারা।
কথা ছিল বাসব ভালো
এই মাটিতে আমি
তোমার জন্য সবটুকু সব
আসল এবং দামী।