সব জিনিসের দাম বেড়েছে
আয় বাড়ে নি কারো
গরীব মানুষ কষ্ট করে
অভাব থাকে সবার ঘরে
ধনীর কথা ছাড়ো।
মজুতদার আর নেতা মিলে
তাতেই ফায়দা লোটে
ওরা রাখে জমা করে
দুঃখীরা সব দুঃখে মরে
ভাবে না তা মোটে।
এই সমাজের ব্যবস্থাতে
নেতা মন্ত্রী মিলে
লক্ষ কোটি খরচ করে
টাকা তুলতে ট্যাক্স ধরে
জিনিস পত্র নিলে।
সাধারণের তাই নাভিশ্বাস
বাজার করতে গিয়ে
পেট ভরে দুই বেলা খেতে
আয় বাড়াচ্ছে কিছু পেতে
জীবন বাজি দিয়ে।