এ সমাজে কিসের জন্য কামার কুমোর চাষা
তাঁতি জেলে মেথর ছিল কাজে যাওয়া আসা,
এখন পাল্টে জীবন যাত্রা লোকের সংখ্যা কত
কাজগুলো সব যাচ্ছে কাজে যে যার ইচ্ছে মত।
কাজ বাড়ন্ত এ সংসারে সবাই কাজের খোঁজে
কিছু ইনকাম হবে জেনে আরামে চোখ বোজে,
গায় গতরে খাটার কাজে নেই আর ছোটো বড়
দিন ফুরালে খেতে হবে, যতই দেখাও দড়।
কামার যে সে হয়তো গড়ে মাটির কোনো পাত্র
কুমোর বানায় অস্ত্র শস্ত্র এলিয়ে তার গাত্র,
জেলে বুনছে হয়তো বস্ত্র মাছ ধরছে এক তাঁতি
ব্যবসা করছে ধোপা নাপিত ধরে আছে যাঁতি।
জাতের নামে ভাগাভাগি বন্ধ হলেই ভালো
সব মানুষই সমান হবে ঘুঁচবে যত কালো,
শিক্ষা নিয়ে বুদ্ধি জোরে আয় উপায়ে অন্য
করলে পরে সমস্ত কাজ হবে সবার জন্য।
পরস্পরের হাত বাড়ানো সুন্দর কাজে যাবে
দেশ জুড়ে এই এত মানুষ কাজ কত আর পাবে?
উৎসাহে আর ভালোবাসায় কাজ করে যাও তুমি
এই পৃথিবী ভোগ্য হবে সবার স্বর্গ ভূমি।