মনের ভালো সত্য আলো
ছড়াও যদি কাজে
কর্ম হবে আরো সঠিক
পড়বে কেন লাজে?
কাজের কোনো ছোটো ও বড়ো
যদি ভাবতে থাকো
বাহানা তার জায়গা করে
গড়ে মনের সাঁকো।
এ সংসারে কাজের যত
করে মানুষ ভাই
উঠছে গড়ে সভ্য দিনে
বাঁচতে সুখ পাই।
বন্ধ হলে কাজের কোনো
পড়বে বাধা তাতে
শান্তি বলো কোন মোহনা
করবে নিজ হাতে?
তাই বলছি শোনো মানুষ
করো সঠিক কাজ
সত্য পথে থাকলে পাবে
হীরক আঁকা তাজ।