তুমি ভাবছো তোমার ফাঁকি
পারছে না কেউ বুঝতে
সময় হলে সেই ফাঁকিটা
তৈরি থেকো যুজতে।
দিন আজকে পেরিয়ে যায়
কাজ না করা দিনে
অন্য কেউ তো সেই কাজটা
করছে তোমার ঋণে।
কষ্ট জীবন কর্মী জীবন
যে যার হিসেব খাতা
মন খুশি মন শান্তি মনের
তুমিই তোমার ছাতা।
যেমন করে ধরবে মেলে
তোমার কাজের মূল্য
এই পৃথিবীর যোগ্য হওয়া
তুমিই তোমার তূল্য।
ফাঁকি দেওয়া স্বভাব যত
তোমার হিসেব তুমি
আকাশ আলো ফুল পাখি গান
তোমার গড়া ভূমি।
সেইখানে সেই তোমার শ্রমের
মূল্যায়নের আশা
মানুষ হওয়ার পরিচয়ে
ছড়াও ভালোবাসা।