কোলা ব্যাঙের ছা গুলো সব
একটু বৃষ্টি জলে
ক্যাঁকর ক্যাঁকর ঘ্যাঁঘর ঘ্যাঁঘর
ডাকে দলে দলে।
খেয়ে দেয়ে তাই রে না না
নাচ জুড়ে দেয় মাঠে
কাজ কোনো নাই খই ভাজে তাই
লাফায় পুকুর ঘাটে।
কোলা ব্যাঙের ছা-য়ের বিয়ে
খুকু যাবে একা
বর্ষা বাদল ছাতা মাথায়
বর দিয়েছে দেখা।