দিন যদি কাটে কবিতার পাশে
আশা আর বাসা সাথে
শব্দের সুখে বেলা বয়ে যাবে
মন উৎসবে মাতে।
পথ যদি যায় কবিতার পথে
উঠোনে রোদের হাসি
বুকের ভেতরে ঘৃণা বিদ্বেষ
টাটা বাই বাই আসি।
ফল ফুল গাছ সবুজ পাতায়
ছন্দ কবিতার সুর
কূজনে বিজনে ধূলো মাখা পায়ে
চলেছে হৃদয়পুর।
পাহাড় চূড়ায় নদী কলতান
আকাশে মেঘের রাশি
কবিতার সুখে মাঠে ঘাটে বাটে
চলেছে মানব চাষী ।
যুদ্ধের শেষ কবিতার দেশ
চলো বসি মুখোমুখি
প্রাণ বাঁচে ওই কবিতার কথা
হয়েছে জীবন সুখী।