এই বিশ্বের যা কিছু সৃষ্টি
তাল লয় ছন্দ তানে,
পাখির কূজন ফুলের সুবাস
পাই কবিতার গানে।
জগৎ জুড়ে দল মেলে ফুল
সবুজ রঙের পাতা,
আকাশে মেঘ ঘরের উঠোন
সবই কবিতার খাতা।
গাছের ফাঁকে সূর্যের আলো
পথ আঁকা জল ছবি,
পুকুরের ঘাট পদ্ম শালুক
লিখছেন কত কবি।
গাঙচিল ওড়ে সাগর বেলা
দিগন্ত দূর চলা,
মধুর লোভে মৌমাছিদের
কাব্য করে বলা।
সরু আল পথ শিশির ঘাসে
প্রজাপতি ওড়ে,
চন্দ্র সূর্য গ্রহ তারা
নিজের পথে ঘোরে।
পৃথিবীতে আমাদের স্থান
জীবন স্বপ্ন দেখা,
কাগজ কলম শব্দ আঁচড়
আজ কবিতা লেখা।