গদ্যের হাতুড়ি আর কবিতার দিয়েছেন ছুটি
কবি সুকান্ত খুঁজেছেন শুধু গরীবের রুটি,
রাতের আঁধার ছুটছে জীবন ঝম ঝম ঝম  শব্দ
যত ধনপতি ও মজুতদার বেসামাল আর জব্দ।

দেশলাই কিংবা মোরগ কাহিনী জীবন দলিল কত
কবি সুকান্ত প্রিয়তমাসুর যন্ত্রণা আছে যত,
ঘুম নেই তাঁর ছোট্ট জীবনের বড় ইতিহাস লেখা
হিং টিং ছট প্রশ্ন অনেক দরিদ্র সুখ দেখা।

ভাল খাবার ও ভাল রাখবার শিশুদের বাসযোগ্য
কবি সুকান্ত মিঠে কড়া মন জীবনটা নয় ভোগ্য,
প্রার্থনা শোনো হে মহাজীবন কাব্যের লালিত্য ভাষা
কবি সুকান্ত উচ্চারিত তাই মেহনতী ভালোবাসা।