কবি নজরুল জগতের ফুল
ফুটেছে হৃদয় বাগে
লিখেছেন যত কবিতা ও গান
স্মরণে থাকবে আগে।
মানুষের কথা বলেছেন তিনি
বিদ্রোহী সুর তুলে
বুকের ভেতর মানবতা সাথে
সাম্য যায় নি ভুলে।
জাত বিভেদের বাইরে জীবন
একই বৃন্তে ফোটা
গায় বুলবুল কবি নজরুল
প্রভাত সূর্য ওঠা।
বাঙালি মননে হুঁশিয়ার বীর
থাকবে তরুণ দল
কত রকমের কাব্য মূর্ছনা
বাড়ায় বুকের বল।
কবি নজরুল জীবনের গান
থাকবে সবার মনে
বিদ্রোহী বুকে সাধারণ জনে
ভুলব না কোনো ক্ষণে।