কী অপরূপ রূপ
হৃদয় যেন চুপ
এমন শোভা মনোলোভা
টাপুর টুপুর টুপ।
দিচ্ছে ভেতর ডুব
মন হারালো খুব
পাতার ফাঁকে গাছের ছায়ায়
সূর্য ওঠা পুব।
সুশ্রী অতি সাজ
দেহের কারুকাজ
একলা একা যায় না থাকা
যাচ্ছি ছুটে আজ।
পথ নিয়েছে বাঁক
মৌমাছিদের ঝাঁক
মন বাগিচায় ফুলের রঙে
রাখছে না তো ফাঁক।
বৃষ্টি মোহনপুর
যাবো অনেক দূর
আকাশ আলোয় উঠবো গেয়ে
ভালোবাসার সুর।