ইচিং কেন বিচিং হয়ে
পড়ে চিচিং ফাঁকে?
ইকড়ি কেন মিকড়ি হয়ে
গলা ছেড়ে ডাকে?

তিড়িং করে বিড়িং কেন
লাফায় আগে পিছে?
চামে কেন মজুমদারকে
কাটে শুধু মিছে?

ঝপাং কেবল খপাং সাথে
খেলছে কেন মাগো?
পাখির মতো উড়তে আকাশ
আমার পিছে লাগো?

প্রজাপতি বাগান ফুলে
সবুজ কেন ঘাসে?
এমন কত নানান প্রশ্ন
খুকুর মনে আসে।

তাতেই মা যে ব্যস্ত শুধু
আহ্লাদে আটখানা
সারা বাড়ি বসায় রঙিন
খুশির আড্ডাখানা।