খোকা খুকি কোথা যাও
চোখ তুলে দেখে নাও,
সকালের রোদ এসে
ডেকে গেছে ভালোবেসে।
খোকা খুকি কোথা যাও
মেঘগুলো সাদা নাও,
ভেসে চলে দূর দেশ
তোমাদের মতো বেশ।
খোকা খুকি কোথা যাও
সামনে ও পিছে চাও,
গরু বাছুর নাচতে চায়।
খোকা খুকি কোথা যাও
মা ডেকেছে আদর খাও,
তেপান্তরে সবুজ ঘাস
নাচছে ভোঁদড় ভালোবাস।