কত রকম খেলা আছে
খেলতে মজা লাগে
খেলতে খেলতে সবাই মিলে
গড়ব জীবন আগে।

কানামাছি এক্কা দোক্কা
খেলব পড়ার মাঝে
ডাংগুলি আর আঁকা লেখা
করব সকাল সাঁঝে।

নতুন খেলা নতুন সময়
খেলব আমি খুকি
পড়ার মাঝে নতুন দিনের
সূর্য দেবে উঁকি।