কে কতটা বলছে খারাপ
হিসেব রেখো তার
বলছে কেন ভাবতে শেখো
ভাল থাক সংসার।
ভাল বলা এই অভ্যাসে
মানুষ বাঁচতে চায়
হঠাৎ কেন বলল খারাপ
এই সেই দুনিয়ায়।
মুখোমুখি দাঁড়াই যখন
ভালো খারাপ থাক
আমরা সবাই পরস্পরের
সৌজন্য পায় পাক।
পেছনে কেউ বলছে খরব
কি বা হবে জেনে
সামনে আমার আমি দাঁড়াই
সব কি নিয়ম মেনে?
লোকের কথায় কি এসে যায়
তুমি কি ঠিক ভালো
যা কর তা তোমার মনের
ঘুচায় আঁধার কালো?