আশেপাশে যেটুকু গাছ
সবুজ ধরে আছে
কাটছে তাও উঠছে ফ্ল্যাট
পথের ধারে কাছে।
ঝিল ও পুকুর বন্ধ করে
ইট পাথরের ভিড়ে
পাখিরা আর কিচিরমিচির
করছে না তার নীড়ে।
ওদের মত কাঁদছে শিশু
খুঁজছে মাঠে খেলা
বদ্ধ ঘরে মন খেয়ালে
ধুঁকছে সারাবেলা।
কেউ শোনে না পাখির কান্না
শিশুর বোবা আশা
গাছ কেটো না মাঠ সবুজে
দাও হে ভালোবাসা।