সাদা মেঘের জ্যোৎস্না তুমি
কোথায় গেলে আজ,
আমার খুকি কেমন করে
সাজবে শরৎ সাজ?

কাশের বনে ফোঁটা ফোঁটা
দিচ্ছে বৃষ্টি তাল,
শিউলি শারদ কেমন করে
কাটাবে তার কাল?

তুলো পেঁজা মেঘের ভেলা
আছে কত দূর,
প্যান্ডেলে আজ কেমন করে
বাজবে ঢাকের সুর।

পদ্ম শালুক দীঘির ঘাটে
ভিজছে দেখো ঠায়,
আমার খুকি শরৎ খুশি
কেমন করে পায়?