ফল খেলে দেহ মন
তরতাজা হয়
রোগ শোক দূরে গিয়ে
খুশি লেগে রয়।

গাছ থেকে পেড়ে খেলে
পাবে মিঠা ফল
বারো মাস খেলে পরে
দেহ পায় বল।

আম জাম কাঁঠালের
সাথে আতা লিচু
সবেদা ও আনারস
আরো কত কিছু।

ফল পেতে এ জীবনে
কাটবে না গাছ
সবুজের সমারোহ
ছাড়বে না কাছ।