শিশির ভেজা কাশের ফুলে
পাই যে পুজোর গন্ধ
উঠোন জুড়ে শিউলি তলা
খুলছে দুয়ার বন্ধ।
ঝিলের পাশে থোকা থোকা
সাদা রঙের খেলা
বাতাস এসে ঢেউ তুলে যায়
বসায় পুজোর মেলা।
পদ্ম শালুক দীঘির জলে
খিলখিলিয়ে হাসে
মেঘেরা সব দলে দলে
ভেলার মত ভাসে।
আজ উৎসবে চারিদিকে
মিষ্টি কাশের ফুলে
আনন্দে সব উঠছে মেতে
দুঃখ কষ্ট ভুলে।
দুর্গা অপু কাশের বনে
পুজো নিয়ে আসে
শরৎ শোভা শারদীয়া
সবাই ভালোবাসে।