বাড়ির পাশে ঝিলের ধারে
দেখে ছোট্টো খুকি
সাদা রঙের কাশফুল যত
দিচ্ছে রোদে উঁকি।
দুলছে হাওয়ায় এদিক ওদিক
যেন চামর দোলা
ঝোপের ভেতর সবুজ পাতায়
আকাশে মুখ তোলা।
তুলো পেঁজা মেঘের মত
ধানের ক্ষেতে পাশে
শিশির মাখা কাশফুল যেন
খিলখিলিয়ে হাসে।
খুশি মনে ঘরে ফিরে
খুকি বলল মাকে
পেছন দিকে ফুটে আছে
কাশফুল ঝাঁকে ঝাঁকে।
হিমের পরশ লাগছে এসে
কাঁপছে কাশের বন
শরৎ আবার দুর্গা পূজার
করছে আয়োজন।