কামিনী ফুল মন ভুলানো
শোভা শরৎ রাণী
রঙের দোলা ঢেউ দুলিয়ে
ছোট্ট হৃদয় খানি।
মেঘের ভেলা সাদা সাদা
কাশের বনের ধারে
তারই পাশে মুখ তুলে চায়
আকাশ পারাপারে।
পথের ধারে ঘরের পাশে
ফুটে থাকে একা
চলতে পথে শরৎ দিনে
পাই কামিনীর দেখা।
পাঁপড়ি মেলে তাকায় দূরে
সবুজ ঘাসের দেশে
কামিনী ফুল গন্ধ রাঙা
থেকো ভালোবেসে।