কালের খেয়া বইছি আমি
মনের চোরা স্রোতে
এপার ওপার যায় কি দেখা
আপন খেয়াল মতে।
দূর অনন্তে ছিলাম আমি
এখনো তাই আছি
মন মোহনায় এগিয়ে যাই
নদীর কাছাকাছি।
কে দাঁড়িয়ে সভ্যতা মুখ
পারাপারে একা
হাত বাড়িয়ে আমিও শিখি
দেখেছি প্রেম দেখা।
ঢেউ খেলানো ছলাৎ ছলাৎ
মোহন বাঁশি বাজে
রূপ অপরূপ ভাবনা হৃদয়
কৃষ্ণচূড়ার সাজে।
সুখ খুঁজেছি বুকের মাঝে
বৈঠা টানছে আশা
চলছে খেয়া কালের স্রোতে
পরম ভালোবাসা।