কাল কি হবে ভেবে কেন
করো সময় নষ্ট
যত রকম দুর্ভাবনায়
পাচ্ছ নিজে কষ্ট।
এই যে এখন দেখছো আকাশ
বইছে বাতাস ধীরে
মাটির বুকে সবুজ বনে
চলো নদীর তীরে।
শোনো পাখির কিচিরমিচির
মানুষ যাচ্ছে কাজে
ফুল ফুটেছে গন্ধ ছড়ায়
নানান রকম সাজে।
ফলছে ফসল মিটছে খিদে
চলো পথের মাঝে
চেয়ে দেখো দিন বদলের
সূর্য সকাল সাঁঝে।
কালের কথা কাল কে জানে
আজকে আমি জানি
বেঁচে থাকার এই অধিকার
খুশি বলেই মানি।