জানি দাম নেই তবু ঝরে আমার আঁখি জল
আমার কাজের মর্যাদা পায় শূন্য ফলাফল।
আমার ভাবনা সাগরের ঢেউ অন্যে বোঝে ভুল
আমি তো চাই মানবিক মন স্বপ্ন রাঙা ফুল।
কাজের বকুল ছায়ার ফাঁকে ছড়ায় যত রোদ
মাটির লোভ ক্ষমতা তার ভুলে যায় সব বোধ।
তবু আমার বুকের কান্না কাঁদছে নিজে রোজ
ভালো করা সুখ ভালো চায়, খায় আনন্দ ভোজ।