কি হবে আর এসব লিখে
মনোমুগ্ধ কাব্য
পড়ছে কারা পুড়ছে কারা
মানসিক অশ্রাব্য?
বুকের ভেতর কাঁদছে ঠিকই
কষ্ট গহীন একা
জোট বেঁধেছে আঁধার চিতা
পাচ্ছি লাঠির দেখা।
মনুষ্যত্বের এত ধ্বংস
রোজ সকালের আলো
পারছে না আর লেখার লিপি
ভাবনা কথা ভালো।
একগুঁয়ে মন ও কাব্যতা
মানুষ মনের সাঁকো
আবার তুমি হৃদয় জুড়ে
মনুষ্যত্ব আঁকো।
আমি ভালো, নেই বিকেলে
তবু ছড়াই আশা
ওগো মানুষ, মানুষ হতে
এসো ভালোবাসা।