এক পলকে এ চন্দ্র মুখ
মনের আখর জুড়ে
ফিদা হয়ে যায় ব্যাকুল করায়
রূপকথা গায় সুরে।

মন মোহ রঙ ফুলের মতন
রূপের লগ্ন হাসি
চোখে হারায় ও চাঁদ মুখ
বারবার ফিরে আসি।

আবার দেখা গোধূলি ক্ষণ
নয় সে স্বপ্নের ভিড়ে
দাঁড়ায় এসে জ্যোৎস্না ও যে
মন যমুনার তীরে।

ভেতর দরজা প্রাণ খোলা প্রাণ
আরো সুন্দর আশা
চন্দ্র মুখ তার মন রাখে মন
ছড়ায় ভালোবাসা।