যুদ্ধ তো হয় রাজায় রাজায়
মরে সাধারণ লোক
জয় পরাজয় যাই হোক তাতে
করে না তো কেউ শোক।

কী লাভ বলো তো এত অস্ত্রের
এত বিদ্বেষ রাখা
উচিয়ে বারুদ মারছে মানুষ
ধ্বংসের চিত্র আঁকা।

আসলে কারোর জয় হয় না যে
প্রভুত্ব থাকে টিকে
ক্ষমতা এত উপাদেয় তাই
ইতিহাস রাখে লিখে।

পৃথিবী তোমার একার তো নয়
দখল করার মোহ
যুদ্ধ করতে মানুষ লেলিয়ে
করে যাও শুধু দ্রোহ।

এবার থামাও যুদ্ধ হিংসা
মানুষ বাঁচুক প্রাণে
সাধারণ চায় একটু শান্তি
মানুষের সম মানে।