আমরা সবাই বাঁচার জন্য
জীবন যুদ্ধ করি
নিজের সঙ্গে অন্যের সাথে
ভাসাই ঢেউয়ের তরী।
কেহ হারে কেউ বা জেতে
লড়াই চলতে থাকে
জয় শিখরে পৌঁছে যাওয়া
পথের বাঁকে বাঁকে।
হেরে যাওয়া উঠে দাঁড়ায়
জেতার ইচ্ছে নিয়ে
মনের ভেতর ভাবনা গভীর
দেখে বাইরে গিয়ে।
বোমা বারুদ গোলা গুলি
এসব অহংকারে
কেন মানুষ খুন করো ভাই
যুদ্ধের অধিকারে।
যুদ্ধ থামাও মনন লড়াই
চলুক হৃদয় জুড়ে
ভালোবাসায় এ পৃথিবী
থাকুক প্রেমে মুড়ে।