কোথা যাও দূর দেশে একা
ফিরে এসো, হবে দেখা;
ডাকছে সবুজ মাটির টানে
তোমার বিরহ পাখির গানে।

মন শেকড়ে বাঁধন আরো
কৌশিক জলে বাঁচতে পারো,
মাটির বুকে পুকুর তালুক
ঝাঁঝির সাথে পদ্ম শালুক;

দেশের মাটি জন্মভূমি
সব আয়োজন ফিরবে তুমি।