উপহাস্য করার আগে
নিজের ভুল ভাবো
পরের বোঝা বইতে গিয়ে
বলছো কেন, যাবো।
কোথায় যাবে? নিজের ঘাড়ে
আটকে আছে, ফাঁস
জাল বিছিয়ে টোপ সাজিয়ে
ওরে কোথায় যাস?
কষ্ট কাজে সবাই চায়
একটু থাক পাশে
বাহবা আর উৎসাহসে
সবাই যেন আসে।
ফুল বিছানো সরল পথ
কেউ ভাবে না, পাবে
ভুল করে সে হাত লাগিয়ে
এগিয়ে তবু যাবে।
কত স্বপ্ন মগ্ন মোহ
বুক বেঁধেছে আশা
দূর নীলিমা মাটির কাছে
ছড়ায় ভালোবাসা।