ধন সম্পত্তি না থাকলে ভাই
কোনো কদর নাই
এমন ভাবনা যুগের তালে
দেখতে শুধু পাই।
উপার্জনের সঠিক রাস্তা
টাকা এনে দেয়
তাতেই গরীব নিজের মতে
ঠিক পথ খুঁজে নেয়।
নিজের পায়ে দাঁড়ানো তাই
খুব জরুরী হোক
পড়াশুনায় অধ্যাবসায়
হলে সফল লোক।
আসবে দেখো ধন সম্পত্তি
বুদ্ধি বৃত্তির পথ
যত সম্মান তারই পিছে
থাকবে বেঁচে সৎ।
ছুটো না তাই টাকার পিছে
অর্জন করো দিক
এ পৃথিবীর যোগ্য হলে
কদর পাবে ঠিক।