সুন্দর যদি হতে পারি
হবো ফুলের মতো
পাখির কথা রাখবো মনে
বলতে মিঠা যতো।
সহজ সরল আকাশ হতে
চেষ্টা করে যাবো
সর্বংসহা মাটির কাছে
আমার ঠাঁই তো পাবো।
রোদের থেকে প্রাণের শক্তি
সারা জীবন চলা
বৃক্ষ লতার সবুজে হোক
আমার কথা বলা।
নদীর স্রোতে শান্ত গভীর
ছলাৎ ছলাৎ আমি
নীরব হবো পাহাড় প্রমান
সমতলে নামি।
প্রকৃতির এই শিক্ষা স্বরূপ
ছাত্র আমি একা
রোজ দেখি যে দু চোখ মেলে
হয় না তবু দেখা।