রঙবেরঙের কত জবা
ফোটে চারিপাশে
পাঁপড়ি মেলে সারাটা দিন
নির্মল হাসি হাসে।
সাদা হলুদ গোলাপী লাল
বাগানে ঠিক থাকে
মৃদু বাতাস দোলায় মাথা
সবুজ পাতার ফাঁকে।
বড় ছোটো নানারকম
দেখতে ভালো লাগে
ফুল বাহারি রঙে রঙিন
চোখ পড়ে যায় আগে।
চলতে পথে দেখি কত
জবা ফুলের রাশি
মন ভরে যায় হৃদয় বলে
বড্ড ভালোবাসি।